গুলশানে গোলাগুলি

ঢাকার অভিজাত এলাকা গুলশানের একটি এলাকায় ব্যাপক গোলাগুলির খবর দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2016, 03:38 PM
Updated : 1 July 2016, 03:38 PM

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গুলশান ২ নম্বরের কাছে হলি আর্টিজান বেকারি, লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের খুব কাছে গোলাগুলি শুরু হয়।

ওই এলাকার একটি বাসায় অবস্থানরত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন সাংবাদিক জানান, অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়ার শব্দ তিনি নিজে শুনেছেন।

বেশ কিছুক্ষণ গুলি চলার পর পৌনে ৯টার দিকে ওই সড়কে পুলিশ আসতেও দেখেছেন তিনি জানালা দিয়ে।

“কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। লেকের দিকে একের পর এক গুলির শব্দ।”

গুলশান থানার এসআই জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরাও গোলাগুলির খবর পেয়েছি। লোক পাঠিয়েছি। এখনও বিষয়টি স্পষ্ট নয়।”

ওই এলাকায় থাকা একটি বিদেশি দূতাবাসের একজন কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, তিনিও গোলাগুলির শব্দ শুনেছেন।

৭৯ নম্বর রোডের শেষ মাথায় অবস্থানরত এক বাড়ির এক বাসিন্দা রাত ১০টার দিকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ নিচ থেকে বলছে, উপরে কেউ থাকলে যেন বেরিয়ে আসে। এর কিছুক্ষণ পরই আবার লাউড স্পিকারে বলা হয়, সবাই যেন ভেতরে থাকে, বের না হয়।   

“কাদের বলছে, কেন বলছে কিছু তো বুঝতে পারছি না। আমরা আতঙ্কের মধ্যে আছি।”

গুলশান ২ নম্বর সার্কেলের দিকে যাওয়ার পথে বিভিন্ন স্থানে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন আলোকচিত্রী জানিয়েছেন।

গুলশনা-১ নম্বরে চেকপোস্টে দায়িত্বরত এএসআই এরশাদ বলেন, “আমরা খবর পেয়েছি, অবৈধ অস্ত্রধারীরা এ এলাকায় প্রবেশ করেছে। নিরাপত্তার খাতিরে আমরা রাস্তা বন্ধ করেছি, যাতে কোনো অপরাধী পালাতে না পারে।”