প্রধানমন্ত্রীর কাছ থেকে বাস পেল দুই শিক্ষা প্রতিষ্ঠান

রাজধানীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে দুটি করে বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষাজীবনে এই দুটি প্রতিষ্ঠানেই পড়াশোনা করেছিলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 11:25 AM
Updated : 28 June 2016, 11:25 AM

টিকাটুলির শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় এবং আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজকে এই চারটি বাস উপহার দেওয়া হয়।

গণভবনে মঙ্গলবার এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের হাতে বাসগুলোর চাবি তুলে দেন শেখ হাসিনা।

এর আগে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ প্রধানমন্ত্রীর হাতে অনুদান হিসাবে এই চারটি বাসের চাবি তুলে দেন।

প্রধানমন্ত্রী এসময় তার শিক্ষা জীবনের কথা স্মরণ করে বলেন, “স্কুলের সময়টা সবচেয়ে বেশি সুন্দর।”

শেখ হাসিনা যখন টিকাটুলির শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে পড়তেন, তখন তার নাম ছিল নারী শিক্ষা মন্দির। তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত এই বিদ্যালয়ে পড়েছিলেন তিনি। পরে ভর্তি হন আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে।

প্রধানমন্ত্রী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ রাখার উপরও গুরুত্বারোপ করেন।