বিচার বিভাগ ও দুদকে বরাদ্দ বাড়ল

নতুন অর্থবছরের বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য এক হাজার ৫২০ কোটি এবং সুপ্রিম কোর্টের জন্য ১৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2016, 03:03 PM
Updated : 2 June 2016, 03:03 PM

গত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল এক হাজার ৪৫ কোটি টাকা।

আর সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ ছিল ১১২ কোটি টাকা।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

আইন ও বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের জন্য যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে তা মোট বাজেটের শূন্য দশমিক ৪৯ শতাংশ।

গত বাজেটে এ দুটি খাতে বরাদ্দের পরিমান ছিল মোট বাজেটের শূন্য দশমিক ৩৯ শতাংশ ।

এ হিসাবে দুটি বিভাগে বরাদ্দ বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট।    

এবারের বাজেটে দুর্নীতি দমন কমিশনের জন্য ৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, গত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৭৪ কোটি টাকা।