
জলবায়ু ট্রাস্ট ফান্ডে এবারও ১০০ কোটি টাকা
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2016 08:32 PM BdST Updated: 02 Jun 2016 08:32 PM BdST
জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা বাংলাদেশে বিদায়ী অর্থবছরের মতো নতুন অর্থবছরেও জলবায়ু ট্রাস্ট ফান্ডে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ের এই বাজেট উপস্থাপন করেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষার জন্যে নিজ সম্পদের ব্যবহারে আমরা কার্পণ্য করছি না এবং এ ক্ষেত্রে আমরা বিশ্বে রোল মডেলের মর্যাদা লাভ করেছি। গত সাত বছরে এ উদ্দেশ্যে আমরা জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছি। ২০১৬-২০১৭ অর্থবছরে এ ফান্ডে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।”

২০০৯-১০ থেকে পরপর তিন অর্থবছর ৭০০ কোটি টাকা করে বরাদ্দ পেয়েছিল জলবায়ু ট্রাস্ট ফান্ড। এরপর ২০১২-১৩ অর্থবছরে বরাদ্দ কমিয়ে ৪০০ কোটি টাকা করা হয়।
জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রকল্পের নামে ‘যত্রতত্র’ অর্থ ছাড় দেওয়ার অভিযোগ ওঠার পর ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থ বছরে এই তহবিলে বরাদ্দ কমিয়ে দেওয়া হয় ২০০ কোটি টাকা করে।
এরপর ২০১৫-১৬ অর্থবছরে বাজেট কমিয়ে আবারও অর্ধেক করা হয়; বরাদ্দ হয় ১০০ কোটি টাকা। এবারও জলবায়ু ট্রাস্ট ফান্ডে ওই অর্থই দিতে চান অর্থমন্ত্রী।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- এই বিসিএসেই সুযোগ চান ৩৫ বছরের আন্দোলনকারীরা
- জি কে শামীমের ঘুষের তদন্তে ১১ প্রকৌশলীকে দুদকে তলব
- কুড়িল ফ্লাইওভারে গামছা প্যাঁচানো লাশ
- বাবা বলতেন এই দেশ ছেড়ে কেন যাব: অজয় রায়ের ছেলে
- ঢাকায় নদীতীরে শতাধিক অননুমোদিত উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান
- জঙ্গিদের ৯০ শতাংশের বেশি আহলে হাদিস: ডিএমপি কমিশনার
- ঢাকা থেকে বাস যাবে দার্জিলিং-সিকিম
সর্বাধিক পঠিত
- বিপিএল অধিনায়কদের অবাক ফটোসেশন
- বিপিএলে টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা
- ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলা
- হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ
- বোপারা-রাসেলদের দলে পেয়ে রোমাঞ্চিত রাজশাহী কোচ
- মাহমুদউল্লাহর ভাবনায় স্কিল হিটিং
- একাডেমি মাঠে চোট-শঙ্কা, বিস্মিত রংপুর কোচ
- ইন্টারের বিপক্ষে নেই মেসি
- ১৯ সোনায় নতুন চূড়ায় বাংলাদেশ
- মানবাধিকার সংগঠনগুলোর ‘বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ শুরু