নূরজাহান বেগমের মৃত্যু অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

বাংলাদেশসহ উপমহাদেশে নারীদের প্রথম সাপ্তাহিক বেগম’র সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2016, 05:52 AM
Updated : 23 May 2016, 08:57 AM

এক শোক বাণীতে রাষ্ট্রপতি বলেন, “নারী শিক্ষা ও নারী উন্নয়নে নূরজাহান বেগমের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”   

ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান নূরজাহান বেগম। তার বয়স হয়েছিল ৯১ বছর।

৭০ বছর প্রাচীন বেগম পত্রিকার শুরু থেকে এর সম্পাদনায় যুক্ত ছিলেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের মেয়ে নূরজাহান বেগম। বাংলাদেশের নারী সাহিত্যিকদের অনেকের লেখালেখির হাতেখড়ি বেগমের মাধ্যমে।

আবদুল হামিদ বেগম সম্পাদকের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।