ঢাকার পথে প্রধানমন্ত্রী

পাঁচ দিন লন্ডন ও বুলগেরিয়া সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিয়াজুল বাশার সোফিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 05:09 PM
Updated : 20 May 2016, 05:09 PM

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন শেখ হাসিনা। শনিবার সকালে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বুলগেরিয়ায় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশগ্রহণ এবং দ্বিপক্ষীয় সফরের উদ্দেশ্যে রোববার ঢাকা থেকে রওনা হন শেখ হাসিনা।

প্রথমে তিনি লন্ডনে পৌঁছে সেখানে দুই দিন অবস্থানের পর বুধবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় পৌঁছান।

সেদিন গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দেওয়ার আগে শেখ হাসিনা বুলগেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে সম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য উপস্থান করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শুক্রবার বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার তিনটি সমঝোতা স্মারক ও একটি কাঠামো চুক্তি হয়।

সফরে বুলগেরিয়ার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক হয় প্রধানমন্ত্রীর। বুলগেরিয়া প্রবাসী বাংলাদেশিরাও শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সোফিয়ায় ন্যাশনাল হিস্টরি মিউজিয়াম পরিদর্শন করেন শেখ হাসিনা। শুক্রবার বুলগেরিয়ার জাতীয় সংসদের সভাপতি মিজ সেসকা সাচিভা দানগোভস্কার দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।