শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ

শবে বরাতে রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 11:08 AM
Updated : 20 May 2016, 11:08 AM

হিজরি মাস শাবানের ১৫ তারিখ রোববার রাতের এই নিষেধাজ্ঞার কথা শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপির এতে বলা হয়, “২২ মে দিবাগত রাতে পরিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ২২ মে সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে ক্ষারজাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি ও অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফাটানো নিষিদ্ধ ঘোষণা করেন।”

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।