অধ্যাপক এমাজ উদ্দীনের স্ত্রীকে ‍মিরপুরে দাফন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমদের স্ত্রী সেলিমা আহমদকে মীরপুর শহীদ ‍বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 10:35 AM
Updated : 20 May 2016, 10:35 AM

এ সময়ে এমাজউদ্দীন আহমদসহ তার ছেলে-মেয়ে ও আত্বীয়-স্বজন উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বাদ জুম্মা এলিফ্যান্ট রোড়ের বাসার কাছের আল মনোয়ারা জামে মসজিদে তার নামাজে জানাজা হয়।

এতে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল্লাহ আল নোমান, মোসাদ্দেক আলী ফালু, এজেডএম জাহিদ হোসেন, আবদুস সালাম, মাসুদ আহমেদ তালুকদার, নাজিমউদ্দিন আলম, শায়রুল কবির খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, কৃষক শ্রমিক জনতা লীগের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাবেক অ্যার্টনি জেনারেল হাসান আরিফ, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক ইউসুফ হায়দার, কবি আবদুল হাই শিকদারসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবী নেতারা অংশ নেন।

পক্ষাঘাতগ্রস্ত হয়ে কয়েক বছর ধরে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন সেলিমা আহমদ। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

এমাজ উদ্দীন-সেলিমা আহমদ দম্পতির বড় ছেলে বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও ছোট ছেলে চিকিৎসক। দুই মেয়ের মধ্যে বড়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক। অন্যজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।