হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬টি সোনার বার ও দুই হাজার ২৬৬ কার্টন অবৈধ সিগারেট জব্দ করেছে শুল্ক বিভাগের কর্মকর্তারা।
Published : 20 May 2016, 12:21 PM
আগের রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয় বলে ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত ১টার দিকে দোহার থেকে আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে ১ হাজার ৫৬৬ কার্টন অবৈধ সিগারেট পাওয়া যায়।
“শুক্রবার ভোরে একই এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইট থেকে ৪৭০ কার্টন এবং মালয়শিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১৬০ কার্টন অবৈধ সিগারেট জব্দ করা হয়।”
বাংলাদেশ বিমানে থাকা দুই যাত্রীর কাছ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয় বলে জানান তিনি।