অধ্যাপক এমাজ উদ্দীনের স্ত্রী সেলিমার মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমদের স্ত্রী সেলিমা আহমদ মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2016, 06:10 PM
Updated : 19 May 2016, 06:10 PM

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তিনি শেষনিশ্বাঃস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

পক্ষাঘাতগ্রস্ত হয়ে কয়েক বছর ধরে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন সেলিমা। দুপুরে অবস্থার খারাপের দিকে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে পরিবারের সদস্যরা জানান।

শুক্রবার জুমার পর ঢাকার এলিফ্যান্ট রোড়ের বাসার সামনের মসজিদে সেলিমা রহমানের জানাজার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এমাজ উদ্দীন-সেলিমা আহমদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও ছোট ছেলে চিকিৎসক। দুই মেয়ের মধ্যে বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক। অন্যজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।