সাবেক পুলিশ কর্মকর্তা ফণি ভূষণ আর নেই

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য সাবেক পুলিশ কর্মকর্তা ফণি ভূষণ চৌধুরী মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2016, 03:27 PM
Updated : 26 March 2016, 03:27 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬২ বছর।

ফণি ভূষণ ক্যান্সারে ভুগছিলেন বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৯৮২ বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা ফণি ভূষণ ২০১০ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সমন্বয়ক নিযুক্ত হন। এর আগে অতিরিক্ত আইজিপি হিসেবে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৩ সালে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন। ওই পদ থকে ২০১৪ সালের ১০ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যান। এরপর ওই বছর ২৪ নভেম্বর তিনি পিএসসির সদস্য পদে যোগ দেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফণি ভূষণের মরদেহ  রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টায় রাজারবাগ পুলিশ লাইন্সে রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত রাখা হবে পিএসসিতে।

সৎকারের জন্য তার মরদেহ সোমবার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকে নেওয়া হবে।