একুশ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় রাষ্ট্রপক্ষের এক থেকে ৬১ নম্বর সাক্ষীদের পুনরায় তলব করতে আসামিপক্ষের আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
Published : 22 Mar 2016, 07:14 PM
আব্দুস সালাম পিন্টুসহ মামলার কয়েকজন আসামির পক্ষে সাক্ষীদের ফের তলবের আবেদন করায় মঙ্গলবার মামলার প্রথম তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার তৎকালীন এসআই আমির হোসেনের জেরা হয়নি।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ২৮ ও ২৯ মার্চ আমির হোসেনের জেরার জন্য দিন রাখেন বলে ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া জানিয়েছেন।
গত সোমবার বিচারক আমির হোসেনের জবানবন্দি নিয়ে মঙ্গলবার আসামিপক্ষের জেরার জন্য দিন রেখেছিলেন ।
আমির হোসেন ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার ২২৩ নম্বর সাক্ষী।
সাক্ষীদের পুনরায় তলবের আবেদনের বিরোধিতা করে আইনজীবী আবু আবদুল্লাহ আদালতে বলেন, “প্রথম তদন্ত কর্মকর্তা তদন্তকালে যে পাঁচজনের ১৬১ ধারায় জবানবন্দি নিয়েছিলেন তার মধ্যে একজনও কোনো আসামিদের বিরুদ্ধে কোনো কথাই উচ্চারণ করেননি।
“মামলা প্রলম্বিত করার জন্য আসামি পক্ষের এ নতুন একটি খেলা। যার তীব্র বিরোধিতা করছি রাষ্ট্রপক্ষ থেকে।”
পিবি/