চালক ও সমবায় ফেডারেশনের নামে বরাদ্দ করা ৫ হাজার রেজিস্ট্রেশন নম্বর বণ্টনসহ ৬ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে সিএনজি অটোরিকশাচালক ও সমবায় ফেডারেশন।
Published : 22 Mar 2016, 04:02 PM
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মিছিল করে।
তাদের অন্যান্য দাবিগুলো হলো- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতার অবসান, অটোচালকদের সহজ শর্তে লাইসেন্স প্রদান ও নবায়ন, ঢাকা মহানগরীতে অটোরিকশার জন্য নির্ধারিত স্থানে পার্কিংয়ের ব্যবস্থা, চালকদের পুলিশি হয়রানি বন্ধ করা এবং পার্কিংয়ের নির্ধারিত স্থান না দেওয়া পর্যন্ত চালকদের জেল-জরিমানা বন্ধ করা।
কোনো স্থানে অটোরিকশা থামালে জরিমানা দিতে হয় পুলিশকে।”
“অবৈধ পার্কিংয়ের জন্য ২৫০ টাকা জরিমানা দিলেই হয়, কিন্তু আমাদেরকে প্রায়ই রেকার বিলসহ প্রায় ২৫শ’ টাকার বেশি দিতে হয়,” ক্ষোভের সঙ্গে বলেন এই চালক।
চালকদের নেতা আশরাফুল আলম বলেন, ২৭ মার্চ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অটোরিকশা শ্রমিকদের সমাবেশ হবে। এর মধ্যে দাবি না মানলে ওই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।