জাতির প্রত্যাশার রায়: আ. লীগ

আপিলের রায়েও যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তি বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2016, 05:10 AM
Updated : 8 March 2016, 05:10 AM

সর্বোচ্চ আদালতের এই রায়ে পুরো জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল- আলম হানিফ।

প্রধান বিচার বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মঙ্গলবার সকালে মীর কাসেমের আপিলের রায় ঘোষণা করে, যাতে একাত্তরে চট্টগ্রামের বদর কমান্ডারের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পর মীর কাসেম ছিলেন আল-বদর বাহিনীর তৃতীয় প্রধান ব্যক্তি।

একাত্তরে যুদ্ধ চলাকালে ঈদুল ফিতরের আগে চট্টগ্রামে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ কয়েকজনকে ধরে নিয়ে ডালিম হোটেলে নির্যাতন ও হত্যার অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।

রায়ের প্রতিক্রিয়ায় হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রায় জাতির প্রত্যাশিত রায়। এ রায়ে গোটা জাতি সন্তুষ্ট হয়েছে। 

“প্রত্যাশিত এই রায় দ্রুত কার্যকর করে জাতিকে কিছুটা হলেও কলঙ্কমুক্ত করার দাবি জানাচ্ছি আমরা।”