ইতিহাসই বিচার করবে: কাসেমের আইনজীবী

আপিলের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ) বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2016, 04:38 AM
Updated : 8 March 2016, 07:38 AM

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার মীর কাসেমের আপিলের রায় ঘোষণা করে, যাতে একাত্তরে চট্টগ্রামের বদর কমান্ডারের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পর মীর কাসেম ছিলেন আলবদর বাহিনীর তৃতীয় প্রধান ব্যক্তি। একাত্তরে ঈদুল ফিতরের আগে চট্টগ্রামে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ কয়েকজনকে ধরে নিয়ে ডালিম হোটেলে নির্যাতন ও হত্যার অভিযোগে তার মৃত্যুদণ্ড বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।

এই রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব বলেন, “যেহেতু সর্বোচ্চ আদালত এ রায় দিয়েছে, এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে ইতিহাস একদিন এরও বিচার করবে।”

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মীর কাসেম আলীর এক ছেলে বলেন, পরিবারের পক্ষ থেকে রায় নিয়ে তারা পরে প্রতিক্রিয়া জানাবেন।

“রায়ের প্রতিক্রিয়া নিয়ে আমরা লিখিত বক্তব্য দেব।”