মান বিচারে বেশি বই প্রকাশের পুরস্কার পেল মাওলা ব্রাদার্স

একুশে বইমেলা উপলক্ষে ২০১৫ সালে বই প্রকাশ করে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে বাংলা একাডেমি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2016, 02:34 PM
Updated : 27 Feb 2016, 02:34 PM

শনিবার বিকেলে মেলার মূলমঞ্চ থেকে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর নাম জানিয়ে দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

তিনি বলেন, বিজয়ী এসব প্রতিষ্ঠানকে সোমবার বিকালে বইমেলার সমাপনী অনুষ্ঠানে ২০১৬ সালের জন্য এসব পুরস্কার দেওয়া হবে।

মাওলা ব্রাদার্স বিষয় ও গুণ-মানসম্মত সর্বাধিক বই প্রকাশের জন্য ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরষ্কার’ পাচ্ছে।

গুণমান ও শৈল্পিক বিচারে সেরা বই প্রকাশের জন্য ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ পাচ্ছে তিনটি প্রকাশনা প্রতিষ্ঠান।

এর মধ্যে তাসলিমা মুন রচিত ‘আমি একটি বাজপাখিকে হত্যা করতে চেয়েছিলাম’ বইয়ের জন্য পাঠসূত্র, বুলবুল আহমেদের সম্পাদনায় ‘বুদ্দিস্ট হেরিটেজ অব বাংলাদেশ’ বইয়ের জন্য নিমফিয়া পালিকেশন এবং জীবনানন্দ দাশের ‘মূলানুগ পাঠ ভূমিকা ও কবিতা’ বইয়ের জন্য বেঙ্গল পাবলিকেশনস লিমিটেড পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক বই প্রকাশের জন্য ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরষ্কার’ পাচ্ছে ময়ূরপঙ্খি প্রকাশনী ।

এবারের বইমেলায় নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে ‘কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ পাচ্ছে তিন প্রতিষ্ঠান- সময় প্রকাশন, মধ্যমা ও জার্নিম্যান বুকস।

সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬ ঘোষণা

এছাড়া এদিন সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

পরে বিকেলে বাংলা একাডেমির তথ্যকেন্দ্রের সামনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

এবার ‘ক’ শাখায় প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথার জন্য চন্দ্রাবতী থেকে প্রকাশিত ‘সোনালি দিনগুলি’ বইয়ের লেখক আবুল মাল আবদুল মুহিত ও জার্নিম্যান থেকে ‘ঢাকায় খাল পোল ও নদীর চিত্রকর’ বইয়ের লেখক মুনতাসীর মামুন; উপন্যাসে কথাপ্রকাশ থেকে প্রকাশিত ‘নিঃসঙ্গতার মুখর সময়’ বইয়ের জন্য সেলিনা হোসেন; শিশুসাহিত্যে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘নির্বাচিত ১০০ ছড়া’ বইয়ের জন্য আসলাম সানী, কবিতায় সময় থেকে প্রকাশিত ‘কবিকে নিয়ে কবিতা’ বইয়ের জন্য পিয়াস মজিদ ও চৈতন্য থেকে প্রকাশিত ‘শ্রীহট্টকীর্তন’ বইয়ের জন্য মুজিব ইরম এই পুরস্কার পাবেন।

‘খ’ শাখায় জীবনের প্রথম বই ক্যাটাগরিতে জনান্তীক থেকে প্রকাশিত ‘এ ও সে ও’ বইয়ের জন্য এ পুরস্কার পাবেন এহসান হাফিজ।