পিএসও হলেন লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ

সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মো. মাহফুজুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2016, 04:28 PM
Updated : 1 Feb 2016, 04:40 PM

গুরুত্বপূর্ণ এই পদে তাকে নিয়োগের খবরটি সরকারের একটি সূত্র সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে।

লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান পিএসও পদে লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুল ইসলামের উত্তরসূরি। মাইনুল সোমবারই অবসরে গেছেন।

মাহফুজুর রহমান মেজর জেনারেল থেকে একদিন আগেই পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। 

মাহফুজুরের জন্ম রাজশাহীতে ১৯৬১ সালে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক এই ছাত্র পিএইডি ডিগ্রি নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।

বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক নিয়ে মাহফুজুর রহমান সম্পাদিত একটি বই রয়েছে।

১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পাওয়া মাহফুজুর রহমান একটি পদাতিক ডিভিশনের কমান্ডার ছিলেন।

সিয়েরেলিওনে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে এসেছেন মাহফুজুর রহমান। তিনি ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।