এসআই মাসুদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ‘শিগগির’

মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে মধ্যরাতে আটকে নির্যাতনের অভিযোগের তদন্ত প্রতিবেদন ‘শিগগিরই’ দেওয়া হবে বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2016, 06:10 PM
Updated : 14 Jan 2016, 06:10 PM

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ প্রধান একেএম শহীদুল হক।

এসআই মাসুদ শিকদার গত শনিবার মধ্যরাতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা রাব্বীকে মোহাম্মদপুরের জেনেভাক্যাম্পের কাছে আটকে থানায় না নিয়ে প্রায় আড়াই ঘণ্টা গাড়িতে রেখে ইয়াবা ব্যবসায়ী বানানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের গাড়িতে থাকাকালে পথচারীদের আটকে পুলিশ সদস্যদের অর্থ আদায় করতে দেখেছেন বলেও অভিযোগ করেছেন রাব্বী।

ওই রাত আড়াইটার দিকে স্বজন-বন্ধুদের হস্তক্ষেপে পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়া রাব্বী পরদিন এসআই মাসুদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

এ ঘটনার খবর গণমাধ্যমে আসার পর মাসুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছেন।

তদন্তের অগ্রগতি জানতে চাইলে বৃহস্পতিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গোলাম রাব্বী এবং তাকে যারা ছাড়িয়ে এনেছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন।

“খুব সাবধানতার সঙ্গে এবং খুব দ্রুতই তদন্ত করা হচ্ছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।”