দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
Published : 16 Dec 2015, 03:05 PM
বৃহস্পতিবার বিকাল ৩টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।
জয় লিখেছেন, "দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এদিনে স্মরণ করছি পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশী সহযোগী দুর্বৃত্ত জামায়াত-ই-ইসলামীর দ্বারা নৃশংসভাবে নিহত আমাদের ত্রিশ লাখ ভাই বোনকে।
"অবশেষে ৪৪ বছর পরে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে তাঁরা সুবিচার পাচ্ছেন। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!”
নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল যে বাংলাদেশ, তা আজ ৪৪ বছর পার করল।
বিজয়ের ৪৪ বছরে সরকারি ও বেসরকারিসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা ৩০ লাখ শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করছে দেশবাসী।