বিজয় দিবস উপলক্ষে স্মারক খাম, ডাটা কার্ড ও ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Published : 16 Dec 2015, 03:03 PM
বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী বিশেষ সিল ব্যবহার করে দশ টাকা মূল্যমানের পাঁচটি ও ৬০ টাকা দামের একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন বলে তার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়।
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৪ বছর পূর্তি উপলক্ষে তিনটি উদ্বোধনী খাম ও তিনটি ডাটা কার্ডও প্রকাশ করেন সরকারপ্রধান।
স্মারক ডাক টিকেট, খাম ও ডাটা কার্ড প্রথমে জিপিও থেকে বিক্রি শুরু হবে, পরে অন্যান্য ডাকঘরেও পাওয়া যাবে।