সাংস্কৃতিক অনুষ্ঠান, সাইক্লিং, আলোকচিত্র প্রদর্শনী, আতশবাজি ও ফানুস উড়িয়ে বিজয় উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
Published : 16 Dec 2015, 09:34 AM
মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর ও টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়কেন্দ্রীক বিভিন্ন সংগঠন। একই সময়ে টিএসসি এলাকায় ছিল স্লোগান’৭১ এর আতশবাজির আয়োজন।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়েজনকে ঘিরে টিএসসি এলাকা হয়ে ওঠে লোকারণ্য।
এদিকে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে ‘মুক্তিযুদ্ধে শহীদদের হত্যাকারীর বিচার’ এর দাবিতে মানববন্ধনের মধ্য দিয়ে শুরু হয় ‘রক্তে রাঙ্গা বিজয় আমার-২০১৫’।
তিনদিনের এ আয়োজনে অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ডিবেটিং ক্লাব, চলচ্চিত্র সংসদ, মাইম অ্যাকশন, ফটোগ্রাফি ক্লাব ও আইটি সোসাইটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজন করেছে ‘রোড টু ইন্ডিপেন্ডেন্স ১৯৭১’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এর উদ্বোধন করেন। ১৭৫৭ থেকে শুরু করে ১৯৭১ পর্যন্ত বিভিন্ন আলোকচিত্রের এ প্রদর্শনী চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
বিজয় দিবসের সকালে টিএসসি থেকে সাইক্লিং ক্লাবের বিজয় র্যালি শুরু হয়। এদিন পরিবেশ সংসদের বৃক্ষরোপণ ও উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর কর্মসূচি রয়েছে।