পৌর ভোটে ২০ দল

পৌর ভোটে মেয়র পদে ২০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে, যা নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের অর্ধেক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2015, 02:15 PM
Updated : 6 Dec 2015, 05:15 PM

অবশ্য দশম সংসদ নির্বাচনে যতগুলো দল অংশ নিয়েছিল, পৌর নির্বাচনে আসা দলের সংখ্যা তার চেয়ে আটটি বেশি।

অবশ্য শেষ পর্যন্ত কয়টি দল ৩০ ডিসেম্বর পৌর ভোটের মাঠে থাকবে তা ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নিশ্চিত করে বলা যাবে।

ইসির সহকারী সচিব রাজীব আহসান সাংবাদিকদের জানান, ২৩৪ পৌরসভার মেয়র পদের সব মনোনয়নপত্র একীভূত করে ২০টি দলের প্রার্থী দেওয়ার বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার তিন দিন পর বাছাই শেষে রোববার দল ও স্বতন্ত্র প্র্রার্থীর বিষয়ে চূড়ান্ত তথ্য জানাল ইসি।

রাজীব আহসান জানান, এবার মেয়র পদে ১ হাজার ২১৯টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে  ৭১১ জন দলীয় প্রার্থী ও ৫০৮ জন স্বতন্ত্র।

দল ও মেয়র পদে প্রার্থী সংখ্যা

আওয়ামী লীগ: ২৩৯ জন

জাতীয় পার্টি: ৯১জন

বিএনপি: ২৩৪জন

জাসদ: ২৬ জন

বিকল্পধারা: ১ জন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: ১ জন

ওয়ার্কার্স পার্টি: ৯ জন

জাতীয় পার্টি (জেপি): ৬ জন

বিএনএফ: ১ জন

এনপিপি: ১৭ জন

পিডিপি: ১ জন

খেলাফত মজলিশ: ৮ জন

এলডিপি: ২ জন

বাসদ: ১ জন

সিপিবি: ৪ জন

ইসলামী আন্দোলন বাংলাদেশ: ৬১ জন

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট: ৪ জন

ইসলামী ঐক্যজোট: ৩ জন

বাংলাদেশ তরিকত ফেডারেশন: ১ জন

ন্যাপ: ১ জন

আওয়ামী লীগের তিনজন প্রার্থী বেশি হওয়ার বিষয়ে ইসির সহকারী সচিব রাজীব বলেন, “পাইকগাছায় দুজনের দলীয় প্রত্যয়ন নেই এবং বেতাগীতে একজনের দলীয় প্রত্যয়ন বাদ দিয়ে অন্যজনকে দেওয়া হয়েছে। এ নিয়ে কোনো ঝামেলা নেই।”

এদিকে জাকের পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি ও গণফোরাম প্রার্থী দেওয়ার বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির তালিকা দিলেও কোনো প্রার্থী তাদের দলের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়নি।

শনি ও রোববার মনোনয়নপত্র বাছাইয়ের ক’জন বাদ পড়েছেন সে তথ্য সোমবার নিশ্চিত করবে ইসি।

মেয়র ও কাউন্সিলর পদে পৌর ভোটে মোট ১৩ হাজার ৬৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। আর ২৩৪ পৌরসভায় ভোট হবে ৩০ ডিসেম্বর।