সাবেক সাংসদ আবুল কাসেম মাস্টারের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য এ বি এম আবুল কাসেম মাস্টার আর নেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 11:51 AM
Updated : 25 Nov 2015, 11:17 AM

ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয় বলে সংসদ সচিবালয়ের গণ সংযোগ শাখার সহকারী পরিচালক আবদুল্লাহ শিবলী সাদিক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আবুল কাসেম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আবুল কাসেম সপ্তম ও নবম সংসদের সদস্য ছিলেন। নবম সংসদে তিনি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।এছাড়া ধর্ম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

১৯৩৮ সালে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুরে জন্ম নেওয়া কাসেম স্থানীয় রাজনীতিতে আবুল কাসেম মাস্টার নামেই পরিচিত।  গত প্রায় দুই দশক ধরে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টায় সংসদের দক্ষিণ প্লাজায় আবুল কাসেমের জানাজা হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এক শোকবার্তায় বলেন, “এ বি এম আবুল কাসেম ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সমাজসেবক। তার মৃত্যুতে বাংলাদেশ একজন দক্ষ রাজনীতিবিদ ও সমাজসেবককে  হারাল।”

স্পিকার তার আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ আ স ম ফিরোজও শোক প্রকাশ করে আলাদা বিবৃতি দিয়েছেন।