ভয় পাবেন না, লেখালেখি চালিয়ে যান: ইনু

লেখকদের পর প্রকাশককে হত্যা করা হলেও ভয় না পেয়ে লেখালেখি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2015, 07:05 PM
Updated : 1 Nov 2015, 10:09 PM

এক প্রকাশককে হত্যা এবং আরেক প্রকাশককে কুপিয়ে আহত করার একদিন বাদে রোববার রাজধানীর রমনা রেস্তোরাঁয় এক প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

জাসদ সভাপতি ইনু বলেন, “মানুষের জীবনে দুর্ঘটনা আছে। সভ্যতাও হোঁচট খেতে খেতে এগিয়ে যায়। সমাজ বিকাশের ধারায় দুর্ঘটনা আছে। এটাকে সহ্য করতে হয়।

“ভয় পেলে হবে না। দুই-একটি অতর্কিত আক্রমণে ভড়কে না গিয়ে আপনারা শিল্প সাহিত্যের চর্চা করুন। এভাবেই তারা শেষ হয়ে যাবে। আপনারা ভয় পাবেন না। লেখালেখি চালিয়ে যান।”

শনিবার যে দুই প্রকাশকের উপর হামলা হয়েছে তারা উভয়ই বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন।

ধর্মীয় কুংসস্কারের বিরুদ্ধে লেখালেখির জন্য হুমকির মধ্যে থাকা অবস্থায় গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর একুশের বইমেলার সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।  

ইনু বলেন, উগ্রবাদীরা প্রকাশকদের উপর হামলা করছে। এরা নিজেদের মত প্রকাশের চেয়ে অন্যদের মতের উপর আক্রমণ করে বেশি।

“হাজার বছর ধরে গড়ে উঠা সভ্যতার সঙ্গে জঙ্গিবাদ যায় না। এটা ফুলের বাগানে বন্য শুকরের অনুপ্রবেশের মতো। বন্য শুকরের সঙ্গে কেউ বসবাস করতে পারে না।”

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, “আমরা ধর্মকে বাদ দিয়ে কেবল সম্প্রদায়কে নিয়েছি। এভাবেই সাম্প্রদায়িকতার জন্ম হয়েছে। সম্প্রদায়ে ধর্ম নির্বাসিত হয়েছে। ধর্মকে সম্প্রদায়ে নিয়ে আসতে হবে।”

দুটি গ্রন্থের প্রকাশনা উৎসবে ‘গ্লোবাল মিডিয়া’ নামে এই প্রকাশনা সংস্থার যাত্রা শুরু হয়েছে।

আয়োজকদের একজন শান্তা মারিয়া বলেন, এই প্রকাশনা সংস্থা থেকে নারীবাদী, মানবতাবাদী ও প্রগতিশীল লেখকদের বই প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক রাহাত খান, কবি নাসির আহমেদ ও রেজাউদ্দিন স্টালিন।