বৈশ্বিক মোট প্লাস্টিক দূষণের ২ দশমিক ৪৭ শতাংশ বাংলাদেশে হয়ে থাকে বলে বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার দুপুরে শহরের ট্রাংক রোডের ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সমাবেশে হিজড়াদের জন্য সরকারের সর্বস্তরে কর্মসংস্থানসহ অন্যদের মতোই সব মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধার নিশ্চয়তা দাবি করেন বক্তরা।
মানববন্ধন শেষে শোভাযাত্রা বের করা হয়। এ কর্মসূচিতে সহযোগিতা করেন ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিটের সদস্যরা।