ময়মনসিংহ বিভাগের গেজেট প্রকাশ

ঢাকা বিভাগের চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2015, 07:58 AM
Updated : 14 Oct 2015, 08:22 AM

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতির আদেশে সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর স্বাক্ষরে মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।

গেজেটে বলা হয়েছে, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা ঢাকা থেকে ময়মনসিংহ বিভাগে ‘বদলি হবে’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১৪ সেপ্টেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ঢাকা ভেঙে ময়মনসিংহ বিভাগ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পায়।

চার জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহের আয়তন ১০ হাজার ৫৮৪ বর্গকিলোমিটার, যেখানে এক কোটি ১৩ লাখ ৬৯ হাজার মানুষের বসবাস।

নিকারের বৈঠকে অনুমোদনের দিন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেছিলেন, নতুন এই বিভাগে সবার প্রথমে হবে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি পুলিশের অফিস। পর্যায়ক্রমে অন্য সব অফিসের কার্যালয় হবে।

ময়মনসিংহ বিভাগ হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিভাগে জেলা ছিল ১৭টি। নতুন বিভাগ হওয়ায় ১৩ জেলা নিয়ে ঢাকা বিভাগকে পুনর্গঠন করা হয়েছে।