সমুদ্রে নেমে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারে সমুদ্রে নেমে দুই মেয়েশিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে এক ছেলে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2015, 08:52 AM
Updated : 26 Sept 2015, 03:06 PM

শনিবার দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশনের অপারেশন কমান্ডার আব্দুল মজিদ।

মৃত দুই শিশু হলো কক্সবাজার শহরের পশ্চিম লারপাড়ার লোকমান হাকিমের মেয়ে তাসমিনা আক্তার (১০) এবং কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের মিনা আক্তার (১২)।

অসুস্থ হয়েছে একই এলাকার নাসির আহম্মেদের ছেলে মো. ইউনুস (৭)। তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মজিদ জানান, দুপুর দেড়টার দিকে ছয় শিশু গোসল করতে লাবণী পয়েন্ট দিয়ে সমুদ্রে নামে।

ঢেউয়ের তোড়ে ভেসে গেলে রবি লাইফ গার্ডের সদস্যরা তাদের উদ্ধার করে বলে জানান তিনি।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উত্তম কুমার বড়ুয়া জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

এছাড়া, অসুস্থ ইউনুসকে অক্সিজেন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পশ্চিম লারপাড়ার লোকমান হাকিমের এক প্রতিবেশী জানান, কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের শিশু মিনা লারপাড়ায় এক লোকের বাড়িতে বেড়াতে এসেছিল।