ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ ঢাকা পৌঁছেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2015, 07:21 PM
Updated : 15 Sept 2015, 07:38 PM

পরমাণু কর্মসূচি হ্রাসের বিষয়ে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির সঙ্গে চুক্তির পর পরিবর্তিত পরিস্থিতিতে চীন সফর শেষে বেইজিং থেকে সরাসরি ঢাকায় এলেন তিনি।

একটি স্পেশাল ফ্লাইটে মঙ্গলবার মধ্যরাতে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান জারিফ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছাড়াও জারিফের স্ত্রী তার সঙ্গে এসেছেন।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বলে মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে জাভাদ জারিফ রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

তাদের পরমাণু চুক্তির বিষয়ে অবহিত করার পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা করবেন।

সম্প্রতি নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ ও জার্মানি- এই ছয়জাতির সঙ্গে পরমাণু কর্মসূচি হ্রাস বিষয়ে এক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ইরানের ওপর থেকে আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়েছে।

ইরান এই চুক্তিকে ‘উইন-উইন’ অবস্থা হিসেবে বিবেচনা করছে।

জাভাদ জারিফের এই সফরে তেল ও গ্যাস সমৃদ্ধ ইরানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন যাত্রা শুরুর আশা করছে ঢাকা।