মহসিন আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2015, 07:38 AM
Updated : 14 Sept 2015, 07:38 AM
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিটে ৬৬ বছর বয়সী এই রাজনীতিবিদের মৃত্যু হয়।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশের কথা জানানো হয়।

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “সৈয়দ মহসীন আলী ছিলেন একজন ত্যাগী ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিসংগ্রামে তাঁর অবদান ছিল অবিস্মরণীয়।

“তার মৃত্যুতে দেশ একজন জনপ্রিয় নেতাকে হারালো। তিনি আজীবন গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোক বার্তায় সমাজকল্যাণ মন্ত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “সৈয়দ মহসিন আলী'র মৃত্যুতে জাতি এক সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবীদকে হারালো, যিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের পুরো সময়টাই জনগণের সেবায় উত্সর্গ করেছেন।”