কাকলিতে আন্দোলনকারীদের ওপর হামলা

ঢাকার কাকলি মোড়ে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাদের পিটিয়েছে তিতুমীর কলেজের একদল ছাত্র।  

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2015, 06:30 AM
Updated : 14 Sept 2015, 06:30 AM

সোমবার বেলা সাড়ে ১১টার পর বনানীর কাকলি মোড়ে এ ঘটনা ঘটে। বাসে ‘হামলা’ করায় আন্দোলনকারীদের ওপর ‘পাল্টা হামলা’ হয়েছে বলে তিতুমীরের ছাত্রদের দাবি।   

আগের দিনের মতই সকাল সাড়ে ১০টার দিকে কাকলি মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েল শিক্ষার্থীরা। ফলে বিমানবন্দর সড়ক হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এরই মধ্যে উত্তরার দিক থেকে সরকারি তিতুমীর কলেজের তিনটি বাস ওই এলাকায় এসে অবরোধে আটকে যায়।

এর পরপরই বাস থেকে নেমে এসে একদল ছাত্র লাঠি ও বেল্ট হাতে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় বলে ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন প্রতিবেদক জানান।

তিনি বলেন, বাস থেকে নেমে আসা ছাত্রদের অতর্কিত হামলায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং অবস্থান ছেড়ে আশপাশের কামাল আতাতুর্ক সড়কের দিকে চলে যায়।   

এরপর অল্প সময়ের জন্য যান চলাচল শুরু হলেও কিছুক্ষণ পর আবারও ফিরে এসে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করেন। 

হামলার পুরো সময় পুলিশকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জানান।

তিতুমীরের ছাত্রদের অভিযোগ তাদের গাড়ির কাচ ভেঙে দেওয়ায় তারা এ কাণ্ড ঘটিয়েছেন। 

বাসে থাকা একজন ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোটেল রেডিসনে এক অনুষ্ঠান শেষে তারা কলেজে ফিরছিলেন। অবরোধে বাস আটকে যাওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের একটি বাসের কাচ ভেঙে দেয়।

এরপরই তিতুমীরের ছেলেরা ক্ষিপ্ত হয়ে হামলা চালায় বলে ওই ছাত্রের দাবি।  

</div>  </p>