শেষে অবরোধকারী শিক্ষার্থীদের পিটিয়েই তুলেছে পুলিশ  

দিনভর অবরোধ চালিয়ে যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বশেষ দলকে সড়ক থেকে তুলতে লাঠিপেটা করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2015, 04:56 PM
Updated : 10 Sept 2015, 08:10 PM

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ধানমণ্ডির শুক্রবাদে মিরপুর সড়কে শিক্ষার্থীদের তুলতে লাঠি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তখন একজন শিক্ষার্থী আহতও হন।

শুক্রাবাদ থেকে শিক্ষার্থীদের তুলে দেওয়ার পর রাজধানীর কোনো সড়কে আর অবরোধ নেই। তবে কয়েকটি সড়কে রাতেও যানজট লেগে ছিল।

শুক্রাবাদের আগে সন্ধ্যার পরপরই নর্দ্দার যমুনা ফিউচার পার্ক, গুলশান-মহাখালী সড়ক, রামপুরা ব্রিজ, শাহজাদপুর থেকে অবরোধকারীরা সরে গেলে ওই সব সড়কে যান চলাচল শুরু হয়ে যায়।

শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষণা আসার পর এসব স্থানের শিক্ষার্থীরা রাস্তা ছাড়লেও ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের পূর্ব প্রান্তে অবরোধ চালিয়ে যাচ্ছিল একদল।

ড্যাফোডিলও আশপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে সারা দিনের পর রাতে অবরোধ চালিয়ে যেতে চাইলেও তা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়।

রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীদের একটি অংশ অবরোধ তুলে নেওয়ার পক্ষ নিলে সেখানে বাগবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের নিজেদের মধ্যে মারামারি বাঁধলে সেই সুযোগে সেখানে যান চলাচল শুরু হয়।

তবে পাঁচ মিনিটের মধ্যেই শিক্ষার্থীদের একটি অংশ আবার অবরোধে বসলে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল।

রাত ৯টার দিকে লাঠি হাতে ৫০-৬০ জনের একদল যুবক তাদের ধাওয়া দেয় বলে সেখানে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার জানিয়েছেন।

অবরোধ রাখা-না রাখা নিয়ে ধানমণ্ডিতে মারামারি

শিক্ষার্থীদের ধাওয়াকারী যুবকরা

ধাওয়াকারীরা সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ আন্দোলনকারীদের। ওই সময়টাতে পুলিশ নীরবে দাঁড়িয়ে ছিল।

এরপর অবরোধকারী শিক্ষার্থীরা শুক্রাবাদে ড্যাফোডিল ইউনিভার্সিটির দিকে গিয়ে আবার সড়কে অবস্থান নেয়।

রাত পৌনে ১০টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ এসে অবরোধকারীদের ধাওয়া দেয়। এসময় পুলিশের পেছনে লাঠিহাতে একদল যুবককে দেখা গেছে।

এসময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভকারীরা চলে গেলে সেখানে একজন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আন্দোলনকারীদের ইটের আঘাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব সরকার হাতে আঘাত পান। এছাড়া আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন, তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি উচ্চ শিক্ষায় সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব উঠার পর থেকে তাতে আপত্তি জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। তারা বলছে, ভ্যাট আরোপের মাধ্যমে শিক্ষাকে পণ্য হিসেবে দেখার দৃষ্টিভঙ্গীর প্রতিফলন ঘটেছে।

নানা কর্মসূচি পালনের পর বুধবার রাজধানীর বাড্ডায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে নেমে এলে তাদের লাঠিপেটা ও রবার বুলেট ছুড়ে উঠিয়ে দেয় পুলিশ। এর পরদিন একযোগে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে নামে।