ক্রিকেটার শাহাদাতকে খুঁজছে পুলিশ

গৃহকর্মী নির্যাতনের মামলায় আসামি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেন। স্ত্রীসহ তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ।   

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2015, 05:30 PM
Updated : 7 Sept 2015, 03:50 AM

শাহাদাত হোসেন

গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে রোববার মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি।

এর কয়েক ঘণ্টা পর উদ্ধার ওই গৃহকর্মী পুলিশের কাছে অভিযোগ করেছেন, এই ক্রিকেটার ও তার স্ত্রী তার উপর নির্যাতন চালাতেন।

অসুস্থ অবস্থায় উদ্ধারের পর ১১ বছরের ওই কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

“এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে, শাহাদাত ও তার স্ত্রীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন।

রোববার দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে জানিয়ে শাহাদাত মিরপুর থানায় জিডি করেছিলেন বলে জানান তিনি।

ওসি বলেন, “পল্লবীর সাংবাদিক কলোনি এলাকায় ওই গৃহপরিচারিকাকে পাওয়ার পর সাংবাদিক খন্দকার মোজ্জাম্মেল হক প্রথমে পল্লবী থানায় নিয়ে যান। সেখান থেকে তাকে মিরপুর থানায় আনা হলে তাকে ঢাকা মেডিকেলের ওসিসিতে পাঠিয়ে দেওয়া হয়।”

শাহাদাতের বাসায় থাকাকালে তার এবং তার স্ত্রীর দ্বারা নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওই গৃহকর্মী করেছেন বলে জানান ওসি।

সাংবাদিক মোজাম্মেল হক বাদী হয়েই মামলাটি করেন।

এতে তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে ওই কিশোরীকে শরীরের অধিকাংশ স্থানে নীল ফোলা জখম, ডান পায়ে গরম খুনতির দাগ থাকা অবস্থায় দেখতে পান তিনি। এরপর তাকে থানায় নিয়ে যান।

নির্যাতন থেকে বাঁচতে জামালপুরের এই কিশোরী সকালে শাহাদাতের ঘর থেকে বেরিয়ে আসে বলে মামলায় বলা হয়েছে।