সাংবাদিক প্রবীরের মুক্তি দাবি সিইউজের

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গ্রেপ্তার সাংবাদিক প্রবীর সিকদারকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

চট্টগ্রাম বুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2015, 03:39 PM
Updated : 18 August 2015, 03:39 PM

মঙ্গলবার রাতে সিইউজে সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে সিইউজে নেতারা আইসিটি আইনের মামলায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার তীব্র নিন্দা জানান।

নেতারা বলেন, শহীদ পরিবারের সন্তান সাংবাদিক প্রবীর সিকদার ২০০১ সালে ফরিদপুরের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠে প্রতিবেদন লেখায় সন্ত্রাসীদের বোমা হামলায় প্রাণে রক্ষা পেলেও একটি পা হারান।

“এরপর তিনি রাজধানীতে এসে সাংবাদিকতা করতে থাকেন। তারপরও তার প্রতি মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের পক্ষ থেকে হুমকি অব্যাহত থাকে। সম্প্রতি মুসা বিন শমসেরের মুখোশ উন্মোচন করায় আবার তিনি নিরাপত্তার হুমকিতে পড়েন।”

সিইউজে নেতারা বলেন, প্রবীর সিকদার থানায় ডায়েরি করতে গেলে তা নেওয়া হয়নি। হতাশ ও ক্ষুব্ধ হয়ে ফেসবুকে দেশবাসীর কাছে নিরাপত্তা চান তিনি।

প্রবীর সিকদারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে তার প্রতি মানবিক আচরণেরও দাবি জানান সাংবাদিক নেতারা।