খালেদার বাড়ির আঙিনায় শোক দিবসের কাঙালি ভোজ

ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈত্রিক বাড়ির আঙিনায় হয়েছে জাতীয় শোক দিবসের সভা ও কাঙালি ভোজ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2015, 08:22 AM
Updated : 15 August 2015, 08:22 AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা আঙিনায় উপজেলা আওয়ামী লীগের এ আয়োজনে সহস্রাধিক মানুষ অংশ নেয়।

বিএনপি চেয়ারপারসনের বাবা এস্কান্দার মজুমদারের এটি আদি বাড়ি। পরে তিনি দিনাজপুরে পাড়ি জমান, খালেদার বেড়ে ওঠাও সেখানে।

বঙ্গবন্ধুর হত্যার দিনটিতে জন্মদিন পালন করা নিয়ে সমালোচিত খালেদা এবার কোনো কর্মসূচি রাখেননি।  

অন্যদিকে নানা কর্মসূচিতে সারাদেশে পালিতে হয় জাতীয় শোক দিবস। আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন দেশজুড়ে কাঙালি ভোজের আয়োজন করে।  

এই ছবি মুন্সীগঞ্জের, শনিবার সারাদেশে এই রকম শোক শোভাযাত্রার সঙ্গে কাঙালি ভোজ হয় আওয়ামী লীগের আয়োজনে

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম সাংবাদিকদের বলেন, তারা ছয়টি ইউনিয়নে কাঙালি ভোজের আয়োজন করেন।

“এর অংশ হিসেবে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা আঙিনায় আয়োজিত শোকসভা হয়। শোক সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে নেতা-কর্মীরা ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে কাঙালি ভোজ হয়।”

এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য জাসদ নেত্রী শিরীন আখতার। ৫ জানুয়ারি রির্বাচনের আগে এই আসন থেকে বরাবরই সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন খালেদা জিয়া।

কাঙালি ভোজে কার্যক্রম দেখতে শুক্রবার সেখানে যান ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

এ সময় তার সঙ্গে খালেদা জিয়ার চাচাত ভাই শামীম মজুমদারের কুশল বিনিময় হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে শনিবার শোকসভা ও কাঙালি ভোজ চলাকালে ঘটনাস্থলের আশপাশে শামীম মজুমদার বা তার বাড়ির কাউকে দেখা যায়নি।