কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পেটানোর অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামালপুর জিলা স্কুলের সপ্তম শ্রেণির পাঁচ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগে কোচিং সেন্টারের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2015, 03:44 PM
Updated : 13 August 2015, 05:18 PM

বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর শহরের বকুলতলা এলাকার ‘শুভেচ্ছা কোচিং সেন্টার’ নামে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

গ্রেপ্তার প্রকাশ চন্দ্র সরকার ওই কোচিং সেন্টারের পরিচালক।

জামালপুর সদর থানার ওসি আব্দুল আউয়াল জানান, এক ছাত্রের বাবা মামলা করার পর রাতে কোচিং সেন্টারের শিক্ষক প্রকাশ চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

আহতরা সবাই জামালপুর জিলা স্কুলের সপ্তম ছাত্র। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জিলা স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, “আমার বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র সাদিক, মাইনুল, রোযান ও অমিয় শহরের বকুলতলায় শুভেচ্ছা কোচিং সেন্টারে পড়ে।

“ওই কোচিং সেন্টারে একটি জানালা বন্ধ ও খোলাকে কেন্দ্র করে বেলা ১১টার দিকে কোচিংয়ের পরিচালক ও শিক্ষক প্রকাশ চন্দ্র সরকার পাঁচ শিক্ষার্থীকে মারধর করেন। শিক্ষার্থীদের কাছে বিষয়টি জেনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসককে জানিয়েছি।”

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ঘটনাটি সর্ম্পকে জিলা স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে বিকালে ওই কোচিং সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রকাশ চন্দ্র সরকার বলেন, “শিশু শিক্ষার্থীদের নির্যাতন করাটা ঠিক হয়নি, এর জন্য আমি দুঃখিত। ”