বিজ্ঞানমন্ত্রীর পদ্য পাঠে মন্ত্রিসভায় হাততালি

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সোমবার প্রধানমন্ত্রীসহ উপস্থিত দেশের শীর্ষ নীতি নির্ধারকদের নিজের লেখা পদ্য আবৃত্তি করে শুনিয়ে হাততালি কুড়িয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

শহীদুল ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2015, 10:23 AM
Updated : 4 Jan 2016, 10:57 AM

দাপ্তরিক সভাসহ বিভিন্ন আলোচনা সভায় স্বভাব কবিসুলভ পদ্য আওড়ে সহকর্মীদের মধ্যে ‘সভাকবি’ পরিচয় পেয়েছেন স্থাপত্যকলায় ডিগ্রিধারী ইয়াফেস।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকের শেষ দিকে নিজের আসন থেকে উঠে কাগজে প্রিন্ট করা তিনটি পদ্য প্রধানমন্ত্রীর হাতে দেন বিজ্ঞানমন্ত্রী।

দীর্ঘদিন প্রতিমন্ত্রীর দায়িত্বপালনকারী ইয়াফেস সম্প্রতি পূর্ণমন্ত্রীর মর্যাদা পেয়েছেন।

সাহিত্যের ছাত্রী প্রধানমন্ত্রী চোখ বুলিয়ে ইয়াফেসকে পদ্যগুলো পড়ে শোনাতে বলেন।

৬৯ বছর বয়সী ইয়াফেস ওসমান ‘ক্রীতদাসের হাসি’র মতো রাজনৈতিক উপন্যাসের রচয়িতা কথাসাহিত্যিক শওকত ওসমানের ছেলে। তাকে বাঙালি মুসলমানদের অন্যতম প্রধান সাহিত্যিক বলে মানেন অনেক সমালোচক।

ইয়াফেস ওসমান ২ নম্বর সেক্টরের সক্রিয় একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় নিয়ে ইয়াফেস লিখেছেন-

নব প্রজন্মের অনুপ্রেরণা

দেশের মানুষ জানে

মুক্তিযুদ্ধ গৌরব গাঁথা

সদাই তোমারে টানে।

পিতার মতই সম্মানবোধ

জাতির বিজয় বেলা

প্রমাণখানা দিচ্ছ সদাই

হোক না ক্রিকেট খেলা।।

বাংলাদেশে মোবাইল ব্যাংকিং নিয়ে বারাক ওবামার দৃষ্টান্ত টানা নিয়ে আরেকটি কবিতা লিখেছেন মন্ত্রী-

ওবামার উচ্চারণ দিচ্ছে

এবার প্রমাণ তার

আইসিটিতে বাংলাদেশর

এচিভমেন্ট পরিস্কার।

আমেরিকান প্রেসিডেন্ট

করল সহজ উচ্চারণ

বিশ্বসভায় বাংলাদেশ

নতুন এক উদাহরণ।।

বঙ্গবন্ধুর প্রয়াতপুত্র ও প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী নিয়ে ইয়াফেস ওসমান লিখেছেন-

শহীদ শেখ কামাল

বাজাত সেতার

চঞ্চল যুবক ছিল

জুড়ি পাওয়া ভার।

ছায়ানটে দেখিয়াছি

প্রাণ চঞ্চল

আবাহনী কীর্তি তার

ফুটবল দল।।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তথ্যপ্রদানকারী মন্ত্রী জানান, কবিতা তিনটি আবৃত্তির পর মন্ত্রিসভার কয়েকজন সদস্য হাততালি দেন। কয়েকজন কবিতার প্রশংসাও করেন।

ওই মন্ত্রী বলেন, এর আগেও মন্ত্রিসভার বৈঠকে কবিতা আবৃত্তি করেছেন ইয়াফেস ওসমান।

ইয়াফেসের প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘বঙ্গ আমার জননী আমার’, ‘নষ্ট কাল কষ্ট কাল’ এবং ‘নয় মানুষ কয় মানুষ’ উল্লেখযোগ্য।

২০০৯ সালের ৬ জানুয়ারি তৎকালীন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ইয়াফেস। ২০১৪ সালের ১২ জানুয়ারি দ্বিতীয়বারের মত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি।