‘সীমা লঙ্ঘন’ না করতে ব্লগারদের পরামর্শ আইজিপির
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2015 07:48 PM BdST Updated: 10 Aug 2015 07:30 PM BdST
ছয় মাসের ব্যবধানে চার ব্লগার হত্যাকাণ্ডের কোনোটিরই সুরাহা করতে না পারার জন্য সমালোচিত পুলিশ বাহিনীর প্রধান ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো লেখা না লেখার পরামর্শ দিয়েছেন।
Related Stories
সেই সঙ্গে কারও লেখা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো হলে সে ক্ষেত্রে পুলিশকে তা জানানোর পরামর্শও দিয়েছেন এ কে এম শহীদুল হক।
নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডের দুই দিন বাদে রোববার দেশজুড়ে আলোচনার মধ্যে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আসেন আইজিপি।
তিন ব্লগার খুন হওয়ার পর নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে থানায় জিডি করতে গেলেও কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তা না নিয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে ফেইসবুকে লিখে গিয়েছিলেন নিলয়।
প্রাথমিক তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি জানিয়ে আইজিপি বলেন, “তবে এখনও তদন্ত চলছে। যদি তদন্তে এর সত্যতা পাওয়া যায়, তাহলে সেই পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।”
নিলয়ের আগে এ বছরের ফেব্রুয়ারিতে বইমেলা চলাকালে টিএসসির সামনে খুন হন অভিজিৎ রায়। এর কয়েক মাসের মধ্যে ওয়াশিকুর রহমান বাবুকে হত্যা করা হয় তেজগাঁওয়ে তার বাসার কাছে। তারপর সিলেটে সড়কে খুন করা হয় অনন্ত বিজয় দাশকে।

শুক্রবার খুন হওয়ার পর বাসা থেকে নিলয়ের লাশ নিয়ে যাওয়া হচ্ছে মর্গে।
তিনটি হত্যাকাণ্ডে জঙ্গিরা জড়িত বলে পুলিশের পক্ষ থেকে বলা হলেও প্রকৃত খুনিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে এসব মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাবুর হত্যাকাণ্ডস্থল থেকে জনতা দুজনকে ধরে পুলিশে দেয়।
এসব হত্যাকাণ্ড নিয়ে কথা বলার এক পর্যায়ে আইজিপি বলেন, “এখানে আমার একটা বক্তব্য আছে। মুক্তমনা, তারা তো থাকবে। তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধাবোধ আছে।
“তবে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে... আমাদের দেশে প্রচলিত আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা অপরাধ। ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীর সাজা ১৪ বছর। তবে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে তাকে হত্যা করতে হবে, তা মানা যায় না।”
কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে, তার বিরুদ্ধে মামলা হলে, তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান শহীদুল হক।
“পাশাপাশি যারা মুক্তমনা, লেখেন, তাদের কাছে এবং আপনারা যারা আছেন- তাদের কাছে অনুরোধ, আমরা যেন সীমা লঙ্ঘন না করি। এমন কিছু লেখা উচিত নয়, যেখানে কারও ধর্মীয় অনুভূতিতে, বিশ্বাসে আঘাত আনে।”
আইজিপি বলেন, “নিলয়ের হত্যা কোনোভাবে কাম্য নয়। হত্যাকারীকে খুঁজে বের করা হবে।”
নিলয়সহ আগের ব্লগারদের হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার নামে বার্তা এসেছে। এই হত্যাকাণ্ডের তদন্তে যুক্তরাষ্ট্রের এফবিআইও সহযোগিতার প্রস্তাব দিয়েছে।
জঙ্গি দমনে পুলিশ ৮০ ভাগ সফল দাবি করে আইজিপি বলেন, জঙ্গিদের কর্মকাণ্ড সম্পর্কিত ৬৩২টি মামলা হয়েছে। এর মধ্যে ৫১৬টিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ২ হাজার ৫৪৩ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ প্রধানের সংবাদ সম্মেলনের আগে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়। সেখানেও শিশু ও ব্লগার হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।
ওই সভায় সভাপতিত্বকারী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, এই পর্যন্ত আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের ঘটনায় সাতজন, অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘ্টনায় একজন, ওয়াশিকুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় তিনজন এবং আসিফ মহীউদ্দিন হত্যাচেষ্টার মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই হত্যাকাণ্ডগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, “যে অপশক্তি ৯৩ দিন দেশে অরাজকতা তৈরি করছিল, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছিল, সেই অপশক্তি আজ সু-পরিকল্পিতভাবে এটা ঘটাচ্ছে দেশের আইন-শৃঙ্খলার অবনতি দেখানোর জন্য।”
“যারাই ঘটাক না কেন আইন-শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে আইনের আওতায় আনবে,” বলেন আমু।
শিশু হত্যাকাণ্ড
বাংলাদেশের সাম্প্রতিক আলোচিত শিশু হত্যাকাণ্ডের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সক্রিয় বলে জানান আইজিপি।
তিনি জানান, সিলেটর সামিউল আলম রাজন হত্যার ঘটনায় ১২ জন, খুলনার রাকিব হাওলাদার হত্যার ঘটনায় তিনজন ও বরগুনার রবিউল হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজন হত্যাকাণ্ডের আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানান পুলিশ মহাপরিদর্শক।
“যদি তাকে (কামরুল) আনতে দেরিও হয়। তাহলেও চূড়ান্ত অভিযোগপত্র দেওয়া হবে।”
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন শহীদুল।
তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকেও অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ এই কর্মকর্তারা।
ওই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানিসম্পদমন্ত্রী আনিসুল হক, শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।
-
এবার সরকারি ইনজেকশনসহ ঢাকা মেডিকেলের কর্মচারী নেতা গ্রেপ্তার
-
মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
-
শিক্ষককে জুতার মালা পরিয়ে হেনস্থার বিচার দাবিতে শাহবাগে সমাবেশ
-
পদ্মা সেতুর নাট খোলায় গ্রেপ্তার বাইজীদ রিমান্ডে
-
পাকিস্তানের পক্ষ নেওয়া আইনপ্রণেতাদের তালিকাও হবে
-
পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
-
বনশ্রীতে আগুনে পুড়ল জুতার কারখানা
-
পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা দরকার: হাই কোর্ট
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি