জাতীয় পতাকায় ‘আপত্তি’ কওমীর
শহীদুল ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2015 11:08 PM BdST Updated: 29 Jul 2015 11:30 PM BdST
-
কওমী মাদ্রাসায় সকাল-বিকাল এভাবেই পাঠ্যদান করা হয়। (ফাইল ছবি)
-
সাধারণ ধারার পাঠ্যপুস্তকের শুরুতে জাতীয় সংগীত থাকলেও কওমীতে তা দেখা যায় না।
-
বেফাক প্রকাশিত কওমী মাদ্রাসার বইয়ের মোড়ক
-
জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের স্থানে কওমীর বইয়ে দেখা যায় বোর্ডের মহাসচিবের বক্তব্য।
-
কওমী মাদ্রাসায় সকাল-বিকাল এভাবেই পাঠ্যদান করা হয়। (ফাইল ছবি)
-
কওমী মাদ্রাসায় সকাল-বিকাল এভাবেই পাঠ্যদান করা হয়। (ফাইল ছবি)
সাধারণ ও মাদ্রাসা বোর্ডের পাঠ্যপুস্তকের শুরুতে জাতীয় পতাকার ছবি ও জাতীয় সঙ্গীত থাকলেও কওমীতে নেই তা অনুসরণের বালাই, যাকে তারা বলছে ‘মুসলমানদের পাঠ্যধারা’।
কওমী মাদ্রাসার বিভিন্ন স্তরের বই ঘেঁটে এবং তুলনা করে দেখা গেছে, তাতে উঠে আসা বিষয়বস্তু মূল ধারার পাঠ্য পুস্তকের তুলনায় বেশ দুর্বল।
বাংলাদেশ কওমী মাদ্রাসা বোর্ড বা বেফাক বলছে, সাধারণ শিক্ষার ধারায় এখনও ব্রিটিশদের ছাপ রয়ে গেছে, অন্তত তা থেকে তারা ব্যতিক্রম।
অবশ্য এনসিটিবির বইয়ের সঙ্গে কওমী মাদ্রাসার বইগুলোর কোনো তুলনা চলে না বলে মনে করেন মাদ্রাসা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ শেখ আবু জাফর আহমেদ।
তিনি বলেন, “এনসিটিবির বইগুলোর ছবি ও ব্যাখ্যামূলক চিত্র পরিবর্তন করে যেমন- সাধারণ বইতে হাফপ্যান্ট ও টি-শার্ট পরা ছবি থাকলে তা বদলে পাজামা-পাঞ্জাবির সঙ্গে মাথায় টুপি পরিয়ে দেওয়া হয়েছে। এভাবে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের এনসিটিবির বই পড়ানো হয়।”

এনসিটিবির প্রথম থেকে পঞ্চম শ্রেণির বাংলা বই ঘেঁটে দেখা যায়, এগুলো শুরু হয়েছে জাতীয় পতাকার ছবির সঙ্গে এর বিস্তারিত বিবরণ ও জাতীয় সঙ্গীত দিয়ে, যা পাওয়া যায়নি কওমীর কোনো বইয়ে।
বরং একই স্থানে দেওয়া হয়েছে কওমী মাদ্রাসা বোর্ডের মহাসচিব মুহাম্মাদ আব্দুল জব্বার জাহানবাদীর বক্তব্য।
এসব বিষয়ে মহাসচিবের বক্তব্য, “ব্রিটিশদের শিক্ষার ধারাই এখনও বহাল আছে। জেনারেল শিক্ষার চিন্তাধারার বিপরীতে আমরা না। কিন্তু জেনারেল শিক্ষায় গেলে আমরা শেষ হয়ে যাব। এখন আমরা সেই ম্যাকানিজম করছি যেন টিকে থাকতে পারি।”
কওমী মাদ্রাসা বোর্ডের পাঠ্যক্রমকে সরকার ‘নেয় না’ স্বীকার করে তিনি বলেন, “আমাদের শিক্ষা ধারা মুসলমানদের, যা শুরু হয়েছে মদিনা থেকে। আর বর্তমানে চলমান ব্রিটিশদের শিক্ষার ধারা সাংঘর্ষিক। জেনারেল শিক্ষা হল ধর্মহীন।”
সাধারণ ধারার শিক্ষায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ধর্ম ও নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক রাখা হয়েছে। ২০১৩ সাল থেকে উচ্চ মাধ্যমিকেও যুক্ত করা হয়েছে নতুন বিভাগ ‘ইসলাম শিক্ষা’।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জব্বার জানান, এরই মধ্যে শিক্ষার্থীদের ‘যোগ্য’ করে গড়তে আররির বাইরেও বাংলা, ইংরেজি, গণিত, ভূগোল ও সমাজ পরিচিতি, সাধারণ জ্ঞান, বাংলা ব্যাকরণসহ ‘সাধারণ শিক্ষার’ ৬০টি বই প্রণয়ন করে তা প্রথম থেকে অষ্টম শ্রেণির পাঠ্যসূচিতে যুক্ত করা হয়েছে।
সাধারণ পাঠ্যধারা অনুসরণ না করলেও তাদের বইগুলো সময়োপযোগী করার চেষ্টা থেমে নেই বলেও দাবি করেন তিনি।
“কিছু মাথায় নিয়ে আমরা ঘুমাইয়া পড়েছি তা নয়, সমাজের দিকেও আমাদের পুরো নজর আছে।”
মাদ্রাসাগুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, ফজর এবং মাগরিবের নামাজের পরে মক্তবে কোরআন পড়ানো হয়। সকাল ৯টা থেকে আসর নামাজের আগ পর্যন্ত চলে সাধারণ শিক্ষা কর্যক্রম।
আব্দুল জব্বার জানান, বাংলা, ইংরেজি, গণিতসহ সাধারণ শিক্ষার অন্য বিষয়গুলো পড়ানোর জন্য সাধারণদেরই শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ছেলেদের তুলনায় মেয়েদের পাঠ্যসূচি কিছুটা কম।
কোথায় যাচ্ছে কওমী ‘ডিগ্রিধারীরা’
ব্যবসা ও শিল্প-কারিগরিকে ইসলামের অর্থনীতি অ্যাখ্যা দিয়ে জব্বার বলেন, “কওমী মাদ্রসাগুলোতেই যে কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেই চাহিদাই পূরণ করা যাচ্ছে না, আমাদেরই বাইরের লোক লাগছে।”

জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের স্থানে কওমীর বইয়ে দেখা যায় বোর্ডের মহাসচিবের বক্তব্য।
পরকালের আশায় বিভিন্নজনের অনুদানের টাকায় নতুন নতুন মসজিদ যত বাড়ছে তাদের চাহিদাও তত বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
বেফাক মহাসচিব জানান, এই পাঠ্যপুস্তক পড়েই তাদের শিক্ষার্থীরা দেশের বাইরে চাকরি পান।
“কাতার, লন্ডন, আমেরিকা, সৌদি আরব, সুইজারল্যান্ডও বাংলাদেশ থেকে ইমাম নেয়। বিশ্বে ইসলামের অনুসারী বাড়ছে, ইমামের চাহিদাও বাড়ছে।”
এসব বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কওমী মাদ্রসার শিক্ষার্থীদের সহযোগিতা করতে সরকারের চেষ্টা অব্যাহত আছে।
তবে কওমী মাদ্রসার শিক্ষার্থীদের বইয়ের বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
-
জন্মদিনে শুভেচ্ছাসিক্ত রদওয়ান
-
ওয়াশিংটনে নানা বৈঠকে পররাষ্ট্রের সংসদীয় কমিটি
-
স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
-
সিলেটবাসী ভাসছে বন্যায়, পরিস্থিতির উন্নতির আভাস
-
বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মেরামতে জোর শেখ হাসিনার
-
মহাকাশ বিজ্ঞানী এ এম চৌধুরী আর নেই
-
আলতাব আলী পার্কের শহীদ মিনারে একুশের গানের রচয়িতাকে শেষ বিদায়
-
‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়