ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বনিু ২ বছর কারাদণ্ড এবং ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রেখে কৃষিজমি সুরক্ষায় আইন করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিসচিব
রোববার ভূমি মন্ত্রণালয়ে ভূমি ব্যবহার বাস্তবায়ন কমিটির আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সচিব এম মোখলেছুর রহমান।
'কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন ২০১১' নামে এ আইন হচ্ছে।
ভূমিসচিব বলেন, বৈঠকে আইনের খসড়া উপস্থাপন করা হয়। প্রস্তাবিত আইনে দুই থেকে তিন ফসলি জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণের অনুমতি না দেওয়া, যে কোনো স্থাপনা উর্ধ