খাদ্য মন্ত্রণালয় ও সুরক্ষা সেবা বিভাগের সচিব পদে এখনও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
Published : 30 Sep 2024, 04:23 PM
প্রশাসনে রদবদলের অংশ হিসাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে সচিব পদে পরিবর্তন আনা হয়েছে।
খাদ্য সচিব ইসমাইল হোসেনকে দেওয়া হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব। আর অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান একেএম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
সমাজ কল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখ এবং সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিককে করা হয়েছে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান। তবে খাদ্য মন্ত্রণালয় ও সুরক্ষা সেবা বিভাগের সচিব পদে এখনও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার আরো কিছু পদে রদবদলের আদেশ জারি করেছে।
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ইয়াসিনকে গ্রেড-১ পদমর্যাদায় রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান করা হয়েছে।
বিআরটিএর চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে।
একইভাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, একেএম শামীম আক্তার ও মো. মাহবুবের রহমানকে ওএসডি করা হয়েছে।
গত ২৬ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছিল। সেই আদেশ বাতিল করে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব আশরাফ উদ্দিন আহাম্মদ খানকে বিসিকের নতুন চেয়ারম্যান করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হয়ে থাকা নাসিম আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।