২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
সুধাংশু পূর্বস্বরের জন্ম ১০মে, ২০০৪ সালে রাজবাড়ি জেলায়। সুধাংশু পূর্বস্বর তাঁর লেখকী নাম, পারিবারিক নাম আল-আমিন। প্রাথমিক বিদ্যাপীঠ সিলিমপুর সরঃ প্রাথমিক বিদ্যালয়, সেখানে পাঠ চুকিয়ে ভর্তি হন রাজরাড়ি সরঃ উচ্চ বিদ্যালয়ে। সেই সময় তাঁর একটি বই প্রকাশিত হয় 'ইয়োবের স্বগতোক্তি' নামে, প্রকাশ করেছে 'সত্যকথা প্রকাশ'। বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞানে অধ্যয়নরত।
সাম্রাজ্যের সূর্য অন্ধকারে ডুবে গেছে, / শুধু ফারাওদের দীর্ঘশ্বাস প্রতিধ্বনিময়।
এদের সব কিছুই রহস্যে ঢাকা, তাই এরা নরকের বাসিন্দাদেরকে পৌঁছে দেয় ঈশ্বরের কাছে।