০৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
জন্ম ১৯ মে ১৯৮১, ঢাকায়। কবি, অনুবাদক ও প্রাবন্ধিক। পেশায় সাংবাদিক। তার প্রথম কাব্যগ্রন্থ শব্দকে বলি, না। তার সম্পাদনা ও ভাষান্তরে ইউপিএল থেকে প্রকাশিতব্য গ্রস্থ গহিনের স্রোতধারা: এশিয়ার নারীসাধকদের জীবন ও কবিতা (খ্রিস্টপূর্ব ২৩০০ অব্দ-১৮০০ খ্রিস্টাব্দ)। তার কবিতা ও প্রবন্ধ বিভিন্ন দৈনিক ও অনলাইনে প্রকাশিত হয়েছে।