আর্টস

যুক্তরাজ্যে জেনারেটিভ এআই ব্যবহার সিংহভাগই অল্প বয়সীদের মধ্যে
প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের কেবল ৩১ শতাংশকে এ প্রযুক্তি ব্যবহার করতে দেখা গেছে, আর ২৪ শতাংশ ব্যবহারকারী জানেনই না যে এটি কী?
এবার চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ পাবেন মার্সিডিজ চালকরা
এর আগে চালক ও যাত্রীর জন্য কণ্ঠস্বরের মাধ্যমে বিভিন্ন অনুরোধ জানানোর সুবিধা এসেছে এই ব্র্যান্ডের গাড়িতে। উদাহরণ হিসেবে ধরা যায়, সিস্টেমকে গাড়ির সিট হিটার চালু করতে বলা।
অনলাইন নিপীড়ন রোধে আইনের খসড়া করেছে চীন
এই খসড়া অনুসারে অনলাইনে গুজব ছড়ানো, কাউকে অপমান করা, কারো ব্যক্তিগত তথ্য ফাঁস করার মতো আচরণগুলো শাস্তিযোগ্য ফৌজাদারি অপরাধ হিসাবে গণ্য হবে।
ঘন ঘন সোশাল মিডিয়ায় উঁকি প্রভাব ফেলে কিশোর মস্তিষ্ক গঠনে: গবেষণা
সামাজিক মাধ্যম ঘন ঘন ও অতিমাত্রায় ব্যবহারের পাশাপাশি ‘পুরস্কার’ বা ‘সাজা’র ফলে কিশোর মস্তিষ্ক আগের চেয়ে বেশি স্পর্শকাতর হয়ে উঠতে পারে।
৮ ডলারেই দুই ‘ব্লু ব্যাজ’ এনে টুইটারকে  মশকরা টামব্লারের
“এটি টুইটার নয়। এটি আপনার নিয়মিত সাধারণ সাইট নয়। এটি টামব্লার। আমরা পাগল। আমরা উদ্ভট। মানিয়ে নিই না। আমরা তারছেঁড়া।”
‘সর্বোচ্চ ক্ষমতার’ কোয়ান্টাম কম্পিউটার বানিয়েছে আইবিএম
একাধিক কোয়ান্টাম সিস্টেম টু একে অন্যের সঙ্গে জুড়ে দিয়ে ‘কোয়ান্টাম কেন্দ্রীক সুপাকম্পিউটিং’ কাঠামো নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে কোম্পানিটি।
স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য নতুন শনাক্তকরণ ব্যবস্থা ইউটিউবে
পেশাদারী সনদ ছাড়াই কেউ চিকিৎসা বিষয়ক পরামর্শ দিয়ে থাকলে ব্যবহারকারীকে সেটি যাচাইয়ে সহায়তা দেবে এইসব নতুন টুল।
এড শিরানের গান চোর হ্যাকারের দেড় বছরের জেল
কুইকাওস্কির কাছ থেকে মোট সাতটি ডিভাইস এবং একটি হার্ড ড্রাইভ উদ্ধার করা হয়েছিল যাতে ৮৯ জন শিল্পীর মোট এক হাজার ২৬৩টি অপ্রকাশিত গানের অডিও ফাইল ছিল।