কেইনকে চায় রিয়াল, মেসিকে মায়ামির প্রস্তাব

স্পোর্টস ডেস্ক

আসছে গ্রীষ্মের দলবদল ঘিরে প্রতিনিয়ত শোনা যাচ্ছে নানা গুঞ্জন।

কেইনকে রিয়ালে চান আনচেলত্তি

দলের আক্রমণভাগে শক্তি বাড়াতে চান কার্লো আনচেলত্তি। সেই লক্ষ্যে টটেনহ্যাম হটস্পার থেকে স্ট্রাইকার হ্যারি কেইনকে টানার ইচ্ছা রিয়াল মাদ্রিদ কোচের।

স্প্যানিশ গণমাধ্যম দা আথলেতিকের খবর, ক্লাবের কর্তাদের সঙ্গে দল গঠন নিয়ে আলোচনা চলছে আনচেলত্তির। গত বৃহস্পতিবার রিয়ালের অনুশীলন মাঠে নাকি তার সঙ্গে এসব নিয়ে কথা বলেছেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস, জেনারেল ম্যানেজার জোসে আনহেল সানচেজ।

২৯ বছর বয়সী কেইনকে কেনার চেষ্টা করা হবে বলে বোর্ডের পক্ষ থেকে আনচেলত্তিকে আশ্বাস দেওয়া হয়েছে। তবে কাজটা সহজ হবে না রিয়ালের জন্য। গণমাধ্যমের খবর, ম্যানচেস্টার ইউনাইটেড অনেকদিন ধরে এই ফুটবলারকে নেওয়ার আগ্রহ দেখালেও সফল হয়নি এখনও।

 টটেনহ্যামের হয়ে ৪৩৫ ম্যাচ খেলে ২৮০ গোল করা কেইনের সঙ্গে আগামী গ্রীষ্ম পর্যন্ত চুক্তি রয়েছে ইংলিশ ক্লাবটির। এরপর ফ্রি ট্রান্সফারে নতুন ঠিকানায় যোগ দিতে পারবেন তিনি।

বরুশিয়া ডর্টমুন্ড থেকে জুড বেলিংহামকে দলে টানতে চায় রিয়াল, এমন খবরও শোনা যাচ্ছে।

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে রোববার লা লিগার ম্যাচ দিয়ে মৌসুম শেষ করবে রিয়াল।

মেসিকে প্রস্তাব দিয়েছে ইন্টার মায়ামি

গত বিশ্বকাপের পর থেকে নানা সময়ে শোনা গেছে, মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনার খবর। ক্লাবটির সভাপতি, কোচ থেকে শুরু করে সাবেক খেলোয়াড়দের অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন ফের বিশ্বকাপ জয়ী এই তারকাকে কাম্প নউয়ে দেখার। তবে আর্থিকভাবে এখনও কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ায় বার্সেলোনার পক্ষে মেসিকে দলে টানা খুব কঠিন। আর সেই সেই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে ইন্টার মিয়ামি।

ইন্টার মায়ামি ছাড়াও মেসিকে কেনার লড়াইয়ে আছে আল হিলালও। সৌদি আরবের ক্লাবটির প্রস্তাবে সাড়া দিলে মেসিই নাকি হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। 

গত বিশ্বকাপের পর থেকে নানা সময়ে শোনা গেছে, মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনার খবর। ক্লাবটির সভাপতি, কোচ থেকে শুরু করে সাবেক খেলোয়াড়দের অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন ফের বিশ্বকাপ জয়ী এই তারকাকে কাম্প নউয়ে দেখার। তবে আর্থিকভাবে এখনও কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ায় বার্সেলোনার পক্ষে মেসিকে দলে টানা খুব কঠিন। আর সেই সেই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে ইন্টার মিয়ামি।

ইন্টার মায়ামি ছাড়াও মেসিকে কেনার লড়াইয়ে আছে আল হিলালও। সৌদি আরবের ক্লাবটির প্রস্তাবে সাড়া দিলে মেসিই নাকি হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

তিন বছরের চুক্তিতে বার্সায় যাচ্ছেন গিনদোয়ান

কয়েক মাস ধরে চলা গুঞ্জনে এবার নতুন মাত্রা পেল। ম্যানচেস্টার সিটি থেকে ইলকাই গিনদোয়ানের ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনায় যোগ দেওয়া নাকি প্রায় নিশ্চিত হয়ে গেছে।

স্পেনের পত্রিকা স্পোর্তের খবর, ঘোষণা আসতে পারে আসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর।

চলতি মৌসুম শেষে সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে গিনদোয়ানের। অভিজ্ঞ এই মিডফিল্ডারকে ধরে রাখার চেষ্টায় আছে ইংলিশ চ্যাম্পিয়নরা। তবে তিনি নাকি নতুন চুক্তি করায় সম্মতি দেননি।

মাঝে আলোচনায় এসেছিল তার আর্সেনালে যোগ দেওয়ার সম্ভাবনার কথাও। তবে পরবর্তী ঠিকানা হিসেবে এই জার্মান বার্সেলোনাকেই বেছে নিয়েছেন বলে খবর।

বার্সেলোনার সঙ্গে এখনও কথা পাকাপাকি না হলেও গিনদোয়ানকে কাতালান ক্লাবটি তিন বছরের চুক্তির আশ্বাস দিয়েছে বলে খবর।

আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে সিটি। এরপরই বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টি জানাতে পারেন ৩২ বছর বয়সী গিনদোয়ান।

চলতি বছরের শুরু থেকে গিনদোয়ানের বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টি নিয়ে নানা খবর আসছে। গত ফেব্রুয়ারি থেকে চুক্তির প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে যোগাযোগ হয়ে আসছে বলে শোনা যাচ্ছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিকভাবে দুই বছরের চুক্তির কথা হলেও গিনদোয়ানের ইচ্ছাতেই চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। এজন্য বেতনও নাকি কমাতে রাজি হয়েছেন সিটির এই ফুটবলার।