ছবি: রয়টার্স

)<div class="paragraphs"><p>ছবি: রয়টার্স</p></div>
বিশ্ব

রমজানে বৈঠক করবেন সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Byরয়টার্স

রমজান মাসেই বৈঠকে বসতে রাজি হয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান।

দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারে দুই দেশের মধ্যে যুগান্তকারী চুক্তির আওতায় তারা এ বৈঠকে বসতে চলেছেন। সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) একথা জানিয়েছে।

কয়েকদিনের ব্যবধানে দুইবার টেলিফোনে কথা বলেছেন সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ফোনালাপে চীনের মধ্যস্থতায় করা চুক্তির আলোকে বেশ কিছু অভিন্ন বিষয় নিয়ে দুই মন্ত্রী আলাপ করেছেন এবং চলতি রমজান মাসেই দ্বিপক্ষীয় বৈঠকে বসতে একমত হয়েছেন বলে জানিয়েছে এসপিএ।

রমজান মাস শেষ হওয়ার কথা রয়েছে এপ্রিলে। এর মধ্যে কবে এবং কোথায় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হতে পারে সে বিষয়ে কিছু জানায়নি এসপিএ।

ইরান ও সৌদি আরব বহু বছরের বৈরিতা ভুলে চলতি মাসের শুরুতে চীনের মধ্যস্থতায় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপনে ঐকমত্যে পৌঁছায়।

চুক্তি অনুযায়ী, আগামী দু’মাসের মধ্যে ইরান ও সৌদি আরব ফের দূতাবাস ও কনস্যুলেট চালু করবে।

২০১৬ সালে ইরানে বিক্ষোভকারীরা সৌদি দূতাবাসে হাঙ্গামা করার পর তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ। সৌদি আরব একজন শিয়া ধর্মগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করায় ইরানে ওই বিক্ষোভ হয়েছিল।

SCROLL FOR NEXT