তুরস্কে চলছে ভোট গণনার কাজ।

|

ছবি: রয়টার্স

)<div class="paragraphs"><p>তুরস্কে চলছে ভোট গণনার কাজ। </p></div>
বিশ্ব

তুরস্কে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে এগিয়ে এরদোয়ান

Byনিউজ ডেস্ক

তুরস্কে রানঅফ ভোট শেষ, চলছে গণনা। ৫৪ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান এগিয়ে আছেন বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কাউন্সিল।

সুপ্রিম কাউন্সিলের প্রধান আহমেত ইয়েনার বলেন, এরদোয়ান ৫৪ দশমিক ৪৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। প্রতিদ্বন্দ্বী কেমাল কিরিচতারোলু ৪৫ দশমিক ৫৩ শতাংশ ভোট পেয়ে তাকে অনুসরণ করছেন।

তুরস্কে চলছে ভোট গণনার কাজ।

দুই কোটি ৬০ লাখের বেশি ভোট গণনা শেষ হয়েছে বলেও জানান তিনি।

রানঅফ ভোটের পর ফলাফল নিয়ে এটাই দেশটির আনুষ্ঠানিক কর্তৃপক্ষের প্রথম ঘোষণা বলে জানায় বিবিসি।

SCROLL FOR NEXT