ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ছোট্ট শহর এক্সমাউথ থেকে তোলা ছবিতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিরল এক মুহূর্ত।

)<div class="paragraphs"><p>ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ছোট্ট শহর এক্সমাউথ থেকে তোলা ছবিতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিরল এক মুহূর্ত।</p></div>
বিশ্ব

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

Byরয়টার্স

ফিলিপিন্সের মেট্রো ম্যানিলা থেকেও বৃহস্পতিবার সূর্যগ্রহণ দেখা যায়।

চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন চাঁদের ছায়ায় কিছু সময়ের জন্য পৃথিবী থেকে সূর্যকে পুরোপুরি বা আংশিক দেখা যায় না। ওই অবস্থাকেই সূর্যগ্রহণ বলে। বৃহস্পতিবার ছিল এ বছরের প্রথম সূর্যগ্রহণ।

চাঁদের ছায়া আস্তে আস্তে ঢেকে দিচ্ছে সূর্যকে। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে তোলা ছবি।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে এদিন আংশিক বা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে। এই ছবিটি ইন্দোনেশিয়ার ওয়েস্ট সুমাত্রা প্রদেশ থেকে তোলা।

সূর্যগ্রহণ নিয়ে ছেলে-বুড়ো সবারই আগ্রহের শেষ নেই। ফিলিপিন্সের মেট্রো ম্যানিলার ছোট্ট এই শিশুটি বিশেষ সুরক্ষা চশমা পরে সূর্যগ্রহণ উপভোগ করতে ব্যস্ত।

ছাতা মাথায় সোলার ফিল্টারে চোখ লাগিয়ে আরেক ফিলিপিনো নারী সূর্যগ্রহণ দেখছেন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ছোট্ট শহর এক্সমাউথে সবথেকে ভালোভাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উপভোগ করা গেছে। শহরের ৩৫ কিলোমিটার দীর্ঘ ভিউ পয়েন্টে এদিন হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

তাইওয়ানের তাইপে অ্যাস্ট্রোনোমিক্যাল মিউজিয়ামের একজন কর্মী বিশেষ কাঁচের সাহায্যে সূর্যগ্রহণ দেখছেন।

তাইওয়ানের তাইপে অ্যাস্ট্রোনোমিক্যাল মিউজিয়াম থেকে বৃহস্পতিবার টেলিভিশনে সূর্যগ্রহণের ঘটনা সরাসরি সম্প্রচার করা হয়।

চাঁদের ছায়া থেকে বেরিয়ে আসছে সূর্য। এদিন সূর্য প্রায় ৬০ সেকেন্ড চাঁদের ছায়ায় পুরোপুরি ঢাকা পড়েছিল।

SCROLL FOR NEXT