বিশ্ব

ব্রিটিশ রাজা চার্লসের প্রথম বিদেশ সফর

Byরয়টার্স

নতুন রাজা তৃতীয় চার্লস প্রথমবারের মত রাষ্ট্রীয় সফরে বুধবার জার্মানি পৌঁছান। সঙ্গে কুইন কনসোর্ট ক্যামিলা।

<div class="paragraphs"><p>নতুন রাজা তৃতীয় চার্লস প্রথমবারের মত রাষ্ট্রীয় সফরে বুধবার জার্মানি পৌঁছান। সঙ্গে কুইন কনসোর্ট ক্যামিলা।</p></div>

ব্রিটিশ রাজা চার্লসকে স্বাগত জানাতে দুই দেশের পতাকা হাতে বার্লিনের রাস্তায় শত শত মানুষের অপেক্ষা।

বার্লিনের ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে রাজা চার্লস ও তার স্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে রাজা চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়লাটার স্টেইনমেয়ার এবং তার স্ত্রী।

বার্লিনের রাস্তায় পুলিশ পাহারায় চলছে রাজা চার্লস ও তার স্ত্রীকে বহনকারী গাড়ির বহর।

বার্লিনের বেলভিউ প্যালেসের সামনে ছবির জন্য পোজ দিয়েছেন ব্রিটিশ রাজা চার্লস, কুইন কনসোর্ট ক্যামিলা, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়ালটার স্টেইনমেয়ার ও তার স্ত্রী এলকে ব্যুডেনবেনডার।

বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের প্যারিজা প্লাৎজ স্কয়ারে সেনা কুচকাওয়াজের মাধ্যমে স্বাগত জানানো হয় ব্রিটিশ রাজা চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে।

বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের প্যারিজা প্লাৎজ স্কয়ারে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়ালটার স্টেইনমেয়ার ও তার স্ত্রী এলকে ব্যুডেনবেনডার।

বার্লিনের সড়কে জড়ো হওয়া সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছ‍া বিনিময় করছেন কুইন কনসোর্ট ক্যামিলা।

SCROLL FOR NEXT