বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় অভিবাসী-বিরোধী সহিংসতা, প্রেপ্তার ৩০৭

Byনিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্রমন্ত্রী মালুসি গিগাবা এ তথ্য জানান। সেইসঙ্গে  তিনি এ ঘটনার সাথে জড়িতদের সতর্ক করে দিয়ে বলেন, আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এক সংবাদ সম্মেলনে গিগাবা বলেন, অভিবাসীদের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

“শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব কিছু করা হচ্ছে। সরকার দেশের প্রচলিত আইন প্রয়োগ করবে এবং দ্রুত ও স্পষ্ট ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র বিচলিত হবে না।”

হামলাকারীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “আমরা তোমাদের খুঁজে বের করবো এবং আইনের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

গত দুই সপ্তাহে দক্ষিণ আফ্রিকা জুড়ে অভিবাসীদের ওপর বিভিন্ন হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে।

অস্ত্রধারী ব্যক্তিরা অফ্রিকার অন্যান্য দেশ থেকে আসা ব্যক্তিদের পরিচালিত বিভিন্ন দোকানে হামলা করছে। হামলাকারীদের অভিযোগ, অভিবাসীরা তাদের কাছ থেকে কর্মসংস্থানের সুযোগ কেড়ে নিয়েছে।

হামলা শুরু হওয়ার পর কয়েক হাজার অভিবাসী নিজেদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। প্রতিবেশী দেশ জিম্বাবুয়ে, মালাউই ও মোজাম্বিক সরকার নিজেদের নাগরিকদের উদ্ধারের ঘোষণা দিয়েছে।

SCROLL FOR NEXT