বিশ্ব

স্লোভেনিয়ায় ইবোলার প্রাদুর্ভাব

Byআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত অঞ্চল থেকে ওই ব্যক্তি সম্প্রতি স্লোভেনিয়ায় আসেন বলে জানিয়েছে সিনহুয়া বার্তা সংস্থা।

ইউকেসি কর্মকর্তারা বলছেন, স্লোভেনিয়ায় প্রাণঘাতী ইবোলার প্রাদুর্ভাব এটিই প্রথম। রোগীর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে।

গত বছর পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারি ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবেদন জানানোর পর থেকেই স্লোভেনিয়াকে ইবোলা রোগীদের চিকিৎসার ব্যাপারে সতর্কাবস্থায় রাখা হয়েছিল।

ইবোলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লাইবেরিয়া, গিনি ও সিয়েরা লিওন। এসব দেশে ইবোলায় মারা গেছে অন্তত ৪ হাজার মানুষ।

SCROLL FOR NEXT